"আসানসোলের পায়েল মাল্টি প্লাজা প্রাঙ্গণে গতকাল রাতে অনুষ্ঠিত হলো এক বিশেষ আয়োজন। দক্ষিণ বঙ্গ ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পক্ষ থেকে আগষ্ট মাসে অনুষ্ঠিত হতে চলেছে 'সাউথ বেঙ্গল বিজনেস অ্যাওয়ার্ড ২০২৫' – আর তারই কোর্টেন রেইজার বা সূচনা অনুষ্ঠান আয়োজিত হয় এই সন্ধ্যায়।"
"দীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হয় এই গৌরবময় অনুষ্ঠান। উপস্থিত ছিলেন সমাজসেবী সুচিস্মিতা উপাধ্যায়, ফেডারেশনের সভাপতি শচীন রায়, ভি কে ঢল, জগদীশ বাগড়ি, স্বপন চৌধুরী, মধু ডুমরেওয়াল অঞ্জনা কৌর সহ দক্ষিণ বঙ্গের বিশিষ্ট শিল্পোদ্যোগীরা।"
"অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানিয়ে মধু ডুমরেওয়াল বলেন, 'আগস্ট মাসে আয়োজিত এই বিজনেস অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দক্ষিণ বঙ্গের আটটি জেলার সফল মহিলা ও পুরুষ উদ্যোক্তাদের সম্মান জানানো হবে।'"
"তিনি আরও জানান, শুধুমাত্র ব্যবসা নয় – শিক্ষা, স্বাস্থ্য, ও নারী উদ্যোগ সহ নানা ক্ষেত্রে যাঁরা সমাজে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তাঁদেরকেও এই মঞ্চ থেকে সম্মানিত করা হবে।"
"এই আয়োজনকে ঘিরে উৎসাহিত দক্ষিণ বঙ্গের বাণিজ্য মহল। উদ্যোক্তাদের সম্মানিত করার এই প্রয়াস নিঃসন্দেহে নতুন প্রজন্মের ব্যবসায়ীদের অনুপ্রাণিত করবে।"অনুষ্ঠানের সম্পূর্ণ ব্যবস্থাপনা ও ইভেন্ট কোরডিনেশন-এর দায়িত্বে রয়েছে পার্সোনা ইভেন্টস অ্যান্ড অ্যাডভার্টাইজমেন্ট।
"সাউথ বেঙ্গল ফেডারেশন অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের এই উদ্যোগ ব্যবসা-বাণিজ্যের জগতে নতুন দিশা দেখাবে, এমনটাই আশা সকলের।"
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ