পূর্ব বর্ধমান, সমুদ্রগড় – সরকারি বরাদ্দে বসানো টিউবওয়েল, কিন্তু লোহার হ্যান্ডেলের বদলে বাঁশের তৈরি হ্যান্ডেল! এমনই এক আশ্চর্য চিত্র ধরা পড়েছে পূর্বস্থলী ১ নম্বর ব্লকের সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জালাহাটি পাঠানপাড়ায়।
এই টিউবওয়েলের জলেই নির্ভরশীল একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এখানেই ছোট ছোট শিশুদের রান্না ও পানীয় জলের ব্যবস্থা হয়। অঙ্গনওয়াড়ি কর্মীর অভিযোগ, বাঁশের হ্যান্ডেল ভেঙে পড়ার আশঙ্কা থাকায় প্রতিদিন সমস্যায় পড়ছেন তারা। দ্রুত মেরামতির আবেদন জানিয়েছেন সংশ্লিষ্ট দপ্তরে।
জানা গিয়েছে, ২০২৪-২৫ আর্থিক বর্ষে এই টিউবওয়েলটি বসিয়েছে সমুদ্রগড় গ্রাম পঞ্চায়েত। তার জন্য ফলকও লাগানো হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, টিউবওয়েলটির জন্য বরাদ্দ ছিল ৮০,৬৭৮ টাকা। তবে খরচ দেখানো হয়েছে মাত্র ৬৭,১৩১ টাকা। অর্থাৎ প্রায় ১৩,৫০০ টাকার মতো বেঁচে গেছে।
সাধারণ মানুষ প্রশ্ন তুলছেন — তাহলে কি লোহার বদলে বাঁশের হ্যান্ডেল ব্যবহার করা হয়েছে অর্থ বাঁচাতে? না কি এটি কোনো পরীক্ষামূলক উদ্যোগ?
এ নিয়ে গ্রামবাসীদের মধ্যে ক্ষোভ ছড়িয়েছে। স্থানীয় পঞ্চায়েত প্রধানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
সরকারি টাকায় বসানো পরিকাঠামোতে এমন নিম্নমানের কাজ, তাও আবার শিশুদের পরিষেবা যুক্ত কেন্দ্রে — বিষয়টি নিয়ে তদন্ত ও জবাবদিহির দাবি তুলেছেন এলাকাবাসীরা।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ