ফিল্মি কায়দায় উদ্ধার লক্ষাধিক টাকার সোনা-রূপোর গয়না, পুলিশের জালে চোরের পুরো চক্র!

 



 বড়জোড়া, বাঁকুড়া:বড়জোড়ায় তালাবন্ধ একাধিক বাড়িতে চুরি হয়ে যাওয়া লক্ষাধিক টাকার সোনা ও রূপোর গয়না অবশেষে ফিল্মি কায়দায় উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় জড়িত চক্রের তিনজনকে গ্রেফতার করেছে বড়জোড়া থানার পুলিশ।

সম্প্রতি বড়জোড়া শহরে পাঁচটি তালাবদ্ধ বাড়িতে রাতের অন্ধকারে চুরির ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায়। ঘটনায় বড়জোড়া থানায় একের পর এক অভিযোগ জমা পড়তেই তৎপর হয় বাঁকুড়া জেলা পুলিশ। তদন্তে নেমে বড়জোড়া থানার আধিকারিকরা একাধিক বৈঠক করে কৌশল রচনা করেন। তথ্যপ্রযুক্তিকে কাজে লাগিয়ে ও ধারাবাহিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে ধরা পড়ে চুরির পুরো চক্র।



এই চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে বাঁকুড়া সদর থানার কেঠারডাঙ্গা এলাকা থেকে সাবির শেখ ওরফে খোড়ু এবং জগদীশ দাস ওরফে লালুকে গ্রেফতার করে পুলিশ। তাঁদের জিজ্ঞাসাবাদ করে শহরের আশ্রমপাড়া থেকে ছোটন পাল নামে এক স্বর্ণব্যবসায়ীকেও গ্রেফতার করা হয়। ওই তিনজনের হেফাজত থেকে প্রায় ১৬০ গ্রাম সোনা ও ৪০০ গ্রাম রূপোর অলংকার উদ্ধার করে পুলিশ।

সিদ্ধার্থ দর্জি (অতিরিক্ত পুলিশ সুপার, বাঁকুড়া সদর) বলেন“বড়জোড়া থানা এলাকার চুরির তদন্তে নেমে কেঠারডাঙ্গা থেকে দুই অভিযুক্তকে ধরা হয়। তাদের জেরা করে আরও একজনকে গ্রেফতার করা হয়। এরপরই উদ্ধার হয় সোনা-রূপার গয়না। আদালত থেকে ফের হেফাজতের অনুমতি নেওয়া হয়েছে। তদন্ত চলছে।”


পুলিশ সূত্রে খবর, পুরো ঘটনার তদন্ত আরও বিস্তৃতভাবে চলছে। এই চক্রের সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ