বার্নপুর হিরাপুর মোড়ে বিজয় পাল মেমোরিয়াল বিএড কলেজের উদ্যোগে জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর আলোকে শিক্ষক শিক্ষার চ্যালেঞ্জ ও বিষয় নিয়ে এক জাতীয় সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারের উদ্বোধন করেন কলেজের প্রিন্সিপাল ডঃ দীপক কুমার সরকার এবং উপস্থিত অতিথিবৃন্দ। ডঃ সরকার তাঁর স্বাগত ভাষণে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে আগত অধ্যাপক ও অতিথিদের স্বাগত জানান এবং সেমিনারের বিষয়বস্তু ও জাতীয় শিক্ষা নীতি ২০২০-এর গুরুত্ব সম্পর্কে আলোকপাত করেন।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার চন্দন কোনার উদ্বোধনী ভাষণে শিক্ষক শিক্ষার চ্যালেঞ্জগুলি নিয়ে আলোচনা করেন। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিনোদ বিহারী মহতো কয়লাঞ্চল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ কৌশিক দাসগুপ্ত, যিনি জাতীয় শিক্ষা নীতি ২০২০ সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন।
এই সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিশ্বভারতীর প্রাক্তন অধ্যাপক ডঃ তারকনাথ পান, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ খগেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, বাবাসাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ডঃ রাজীব সাহা সহ বিজয় পাল মেমোরিয়াল বিএড কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ