আরব সাগরে ভারতীয় নৌসেনার সফল অভিযান: ৫০০ কেজি ক্রিস্টাল মেথ উদ্ধার

 


ভারতীয় নৌসেনার সাম্প্রতিক অভিযানে আরব সাগর থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার হয়েছে। শ্রীলঙ্কার নৌসেনার দেওয়া গোপন খবরের ভিত্তিতে ২৪ ও ২৫ নভেম্বর অভিযান চালিয়ে, শ্রীলঙ্কার দুটি মাছ ধরার ট্রলার থেকে প্রায় ৫০০ কেজি ‘ক্রিস্টাল মেথ’ বাজেয়াপ্ত করা হয়েছে।


অভিযানে অংশ নেয় নৌসেনার দুটি বিমান, যারা মাঝসমুদ্রে সন্দেহজনক ট্রলারগুলির অবস্থান শনাক্ত করে। পরে ঘটনাস্থলে পৌঁছে নৌসেনার জাহাজ সন্দেহভাজন ট্রলারে তল্লাশি চালায়। উদ্ধার হওয়া মাদকের বাজারমূল্য কয়েকশো কোটি টাকা। আটক করা ট্রলার, মাদক ও অভিযুক্তদের শ্রীলঙ্কার নৌসেনার হাতে তুলে দেওয়া হয়েছে।



উল্লেখ্য, জলপথে মাদক পাচার নতুন ঘটনা নয়। বঙ্গোপসাগর এবং আরব সাগর বরাবরই পাচারকারীদের গোপন রুট হিসেবে ব্যবহৃত হয়। এর আগে ২৩ নভেম্বর আন্দামান অঞ্চলে উপকূলরক্ষীবাহিনী প্রায় ৬ হাজার কোটি টাকার মাদক উদ্ধার করেছিল। মৎস্যজীবীদের ট্রলারে তল্লাশি চালিয়ে ৩ হাজার প্যাকেট মেথাফেটামাইন বাজেয়াপ্ত হয়, যার আন্তর্জাতিক বাজারমূল্য প্রায় হাজার কোটি টাকা।



ভারতীয় নৌসেনা এবং উপকূলরক্ষী বাহিনীর এই ধারাবাহিক সাফল্য মাদক পাচার প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ