রানীগঞ্জ :- দীর্ঘ ১৩ বছর বন্ধ থাকার পর অবশেষে রানীগঞ্জের হুগলি জুট মিল খোলার ঘোষণা করেছে কর্তৃপক্ষ। এই খবর পেয়ে উচ্ছ্বাসে ভাসছেন প্রায় ১১০০ শ্রমিক, যারা এতদিন বেকারত্বের কষাঘাতে জর্জরিত ছিলেন। একসময় এই মিলের ১২টি বিভাগে শ্রমিকরা কর্মরত ছিলেন। তবে কাঁচামালের অভাব ও বিভিন্ন সমস্যার কারণে মিলটি বন্ধ হয়ে যায়, যা শ্রমিকদের জীবনে ভয়াবহ প্রভাব ফেলে।
গত শনিবার বাম শ্রমিক সংগঠন সিআইটিইউ-এর উদ্যোগে মঙ্গলপুর মাঝিপাড়া ফুটবল মাঠে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকদের হাতে নতুন আবেদনপত্র তুলে দেওয়া হয় এবং তাদের এই ফর্ম কীভাবে পূরণ করতে হবে, তা বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়।
সভায় উপস্থিত ছিলেন সিআইটিইউ নেত্রী রুনু দত্ত, উমাপদ গোপ, অরূপ লায়েক, বাম জুট মিল সংগঠনের সভাপতি নিলয় লায়েক এবং সম্পাদক এমডি আনিস।
নির্ধারিত সময় অনুযায়ী, ২৫ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই আবেদনপত্র জমা নেওয়া হবে। যাঁরা পূর্বে এই মিলে কাজ করেছেন, তাঁদের এই আবেদনের ভিত্তিতেই পুনর্নিয়োগ করা হবে বলে জানা গেছে।
তবে শ্রমিকদের মধ্যে এখনও কিছু সংশয় রয়েছে। অনেকেই ভাবছেন, তাঁরা আগের পদে কাজ পাবেন কিনা, জুট মিলটি দীর্ঘদিন চালু থাকবে কিনা, কিংবা বর্তমান বাজারমূল্যের ভিত্তিতে বেতন দেওয়া হবে কিনা।
হুগলি জুট মিল খোলার প্রক্রিয়া দ্রুত বাস্তবায়িত হবে এবং রানীগঞ্জের মঙ্গলপুর শিল্পাঞ্চল আবার প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা করছেন সকলে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ