শান্তিপুর: দু’দিন আগে ভাগীরথী নদীতে তলিয়ে যাওয়া দুই শিশুর মধ্যে এক শিশুর মৃতদেহ আজ উদ্ধার হয়েছে। মৃত শিশুটির নাম রাজদীপ দাস। নদীতে মাছ ধরার সময় মৎস্যজীবীরা মৃতদেহটি ভাসতে দেখে তৎপরতার সঙ্গে সেটি উদ্ধার করেন।
পরিবারের সদস্যরা দেহটি সনাক্ত করে নিশ্চিত করেন যে এটি রাজদীপেরই দেহ। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ উপস্থিত হয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
এদিকে, তলিয়ে যাওয়া অপর শিশুটির এখনও কোনও সন্ধান পাওয়া যায়নি। দুই শিশুর এই করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও উদ্ধারকারী দল নিখোঁজ শিশুটির সন্ধানে তৎপর।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ