আবারও পিছিয়ে গেলো কয়লা পাচার মামলার চার্জ গঠন: পরবর্তী শুনানি ১০ ডিসেম্বর




আসানসোল, ২৫ নভেম্বরঃ আবারও পিছিয়ে গেলো বহুল আলোচিত কয়লা পাচার মামলার চার্জ গঠনের প্রক্রিয়া। সোমবার আসানসোল সিবিআই আদালতে টানা ৬ ঘণ্টার শুনানি শেষে বিচারক রাজেশ চক্রবর্তী ১০ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন নির্ধারণ করেন। এদিন বিচারক নির্দেশ দিয়েছেন, ১০ ডিসেম্বর সব অভিযুক্তকে সশরীরে আদালতে হাজির থাকতে হবে।



এদিন মোট ৪৮ জন অভিযুক্তের মধ্যে অন্যতম বিকাশ মিশ্র আদালতে উপস্থিত ছিলেন না। রবিবার কলকাতার কালিঘাট থানার পুলিশের হাতে বিকাশ মিশ্র গ্রেফতার হন। তাকে পকসো মামলায় গ্রেফতার করে কলকাতার বিশেষ আদালতে পেশ করা হয় এবং তার জামিন খারিজ করে ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ রিমান্ডে পাঠানো হয়।



সোমবার আসানসোল সিবিআই আদালতে সওয়াল-জবাব শেষে বিকাশ মিশ্রের অনুপস্থিতির কারণে চার্জ গঠন পিছিয়ে যায়। আইনজীবীরা জানান, বিকাশ মিশ্রকে কলকাতার মামলায় গ্রেফতার করা হওয়ায় তাকে আসানসোলে হাজির করানো সম্ভব হয়নি।



প্রসঙ্গত, এর আগে ১৪ নভেম্বর চার্জ গঠনের দিন নির্ধারিত ছিল। সেদিনও অভিযুক্তদের অনুপস্থিতির কারণে চার্জ গঠন প্রক্রিয়া সম্পন্ন করা যায়নি। সিবিআই এই মামলায় ইতিমধ্যে তিনটি চার্জশিট দাখিল করেছে, যেখানে ৫০ জনের নাম রয়েছে। তবে অভিযুক্তদের মধ্যে একজন মারা গেছেন এবং বিনয় মিশ্র এখনো পলাতক।


বিচার প্রক্রিয়া বিলম্ব হওয়ায় মামলাটি ক্রমশ জটিল হয়ে উঠছে। তবে বিচারক স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী ১০ ডিসেম্বর চার্জ গঠনের কাজ সম্পন্ন করতে হবে এবং সেদিন অভিযুক্তদের সশরীরে উপস্থিত থাকা বাধ্যতামূলক।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ