সাতগ্রাম কলিয়ারিতে স্টোর রুমে চুরি: নিরাপত্তা নিয়ে প্রশ্ন




শ্রীপুরের সাতগ্রাম-শ্রীপুর এলাকায় সাতগ্রাম ইনক্লাইনের স্টোর রুমে চুরির ঘটনা ঘটেছে। চোরেরা রবিবার রাতে স্টোর রুমে ঢুকে কলিয়ারির মূল্যবান জিনিসপত্র চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া মালামালের মধ্যে ছিল একটি পুরনো ফ্যান ও সুইচের যন্ত্রাংশ। চুরি হওয়া জিনিসপত্রের আনুমানিক মূল্য প্রায় ১০ থেকে ১৫ হাজার টাকা।


সোমবার সকালে প্রথম শিফটে কর্মীরা ডিউটিতে আসার সময় স্টোর রুম খোলা অবস্থায় দেখতে পান। এরপর কলিয়ারি প্রকৌশলী দীপেন্দ্র মণ্ডল এই চুরির বিষয়টি লক্ষ্য করে প্রশাসন ও নিরাপত্তা কর্মকর্তাদের জানান। শ্রীপুর ফাঁড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।



নিরাপত্তারক্ষী থাকা সত্ত্বেও এই চুরির ঘটনা ঘটায় কলিয়ারির নিরাপত্তা ব্যবস্থার উপর প্রশ্ন উঠেছে। ঘটনাটি কর্মীদের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে এবং কর্তৃপক্ষ এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ