লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের পক্ষ থেকে বুম্বা মুখার্জিকে সংবর্ধনা

 


লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল District 322B1-এর অন্তর্গত লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটস একটি বিশেষ অনুষ্ঠানে বিশিষ্ট সমাজসেবক বুম্বা মুখার্জিকে সংবর্ধনা জানাতে চলেছে। বুম্বা মুখার্জি একজন স্বনামধন্য সামাজিক প্রভাবক, যিনি গত ১৫ বছরেরও বেশি সময় ধরে সমাজের সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে চলেছেন। তিনি অল ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।



অভিনব সামাজিক ও সাংস্কৃতিক কল্যাণমূলক কাজের মাধ্যমে তিনি সমাজে যে অবদান রেখেছেন, তার জন্যই তাকে এই সম্মান প্রদান করা হচ্ছে। লায়ন্স ক্লাব অফ কলকাতা ম্যাগনেটসের চার্টার প্রেসিডেন্ট আশিস বসাক জানিয়েছেন যে, এই সংবর্ধনা অনুষ্ঠানটি ২৭শে নভেম্বর প্রাক্কালে অবনীন্দ্র সাভাঘর, নন্দন ক্যাম্পাসে আয়োজিত হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বহু বিশিষ্ট ব্যক্তিত্ব, যারা বুম্বা মুখার্জির অনুপ্রেরণাদায়ক কর্মযজ্ঞকে সম্মান জানাবেন।


এই মহতী উদ্যোগ লায়ন্স ক্লাবের সামাজিক দায়বদ্ধতার প্রতিফলন। এটি সমাজের প্রতি দায়বদ্ধ মানুষদের আরও অনুপ্রাণিত করবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ