আজ আসানসোল কোর্ট মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে পশ্চিম বর্ধমান জেলা যুব কংগ্রেসের তত্ত্বাবধানে যথাযোগ্য মর্যাদার সাথে সংবিধান দিবস পালিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেস সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি সংবিধানের গুরুত্ব তুলে ধরে সমগ্র জনসাধারণকে সংবিধান রক্ষার স্বার্থে এগিয়ে আসার আহ্বান জানান।
যুব কংগ্রেসের পরিচালনায় আয়োজিত এই অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক পামলু মজুমদার, জেলা মহিলা সভানেত্রী মেঘনা মান্না, জেলা যুব কংগ্রেস সভাপতি সৌভিক মুখার্জী, এবং আসানসোল কোর্টের বিশিষ্ট আইনজীবী সঞ্জীব চ্যাটার্জী। অনিল চাকলাদার, মহিলা নেত্রী তপতী মুখার্জী, কাউন্সিলার এস. এম. মুস্তাফাসহ যুব কংগ্রেসের বিভিন্ন নেতৃত্ব ও কর্মী সমর্থকরাও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
সংবিধানের আদর্শ ও মূল্যবোধকে জনসাধারণের মধ্যে প্রচার করার লক্ষ্য নিয়ে এই অনুষ্ঠানটি উৎসাহ ও উদ্দীপনার সাথে সম্পন্ন হয়।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ