বারাবনির দোমোহানি গ্রাম পঞ্চায়েতে নতুন খনি, স্থানান্তরিত হবে চরমপুর হাঁটতলা ফ্রি প্রাইমারি স্কুল

 



বারাবনির দোমোহানি গ্রাম পঞ্চায়েতের চরমপুর হাটতলা এলাকায় ইসিএলের (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) একটি নতুন খোলা মুখ কয়লাখনি নির্মাণ কাজ চলছে। এই খনির প্রসার ও কার্যক্রমের কারণে ১৯৮৪ সালে প্রতিষ্ঠিত চরমপুর হাটতলা ফ্রি প্রাইমারি স্কুলটিকে স্থানান্তর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।




স্কুলের প্রধান শিক্ষক এবং বারাবনি পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং-এর সঙ্গে কথা বলে জানা গেছে, খুব শীঘ্রই স্থানান্তর প্রক্রিয়া সম্পন্ন হবে। নতুন কয়লাখনির উন্নয়ন এবং স্থানীয় জনজীবনের প্রভাব নিয়ে আশপাশের মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ