দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ বুধবার ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। উপগ্রহ চিত্র বিশ্লেষণ করে আইএমডি জানিয়েছে, ঘূর্ণিঝড়টি আগামী দুই দিনে উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে তামিলনাড়ু উপকূলের দিকে যাবে। এর প্রভাবে আগামী ২-৩ দিন তামিলনাড়ুর আটটি জেলায় দুর্যোগের পূর্বাভাস দেওয়া হয়েছে।
এই আটটি জেলায় ইতিমধ্যেই স্কুল-কলেজ বন্ধ রাখা হয়েছে। নাগাপট্টিনম ও তিরুভারুরের মতো উপকূলবর্তী এলাকায় মঙ্গলবার থেকেই আবহাওয়ার অবনতি হওয়ায় আগে থেকেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে।
জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যজুড়ে ১,৬৩৪টি ত্রাণ শিবির প্রস্তুত রাখা হয়েছে। জরুরি অবস্থায় ব্যবহারের জন্য জেনারেটর ও নৌকা মজুত রাখা হচ্ছে।
চেন্নাই বিমানবন্দরে বিমান পরিষেবায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির কারণে বিভিন্ন অঞ্চলে পরিস্থিতি আরও জটিল হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ