দুর্গাপুরে অবৈধ লোহার কারবারে বড়সড় সাফল্য, পিকআপ ভ্যান সহ দুইজন গ্রেপ্তার

 


দুর্গাপুরের আইটিআই মোড় থেকে মঙ্গলবার রাতে অবৈধ লোহা বোঝাই একটি পিকআপ ভ্যান আটক করে বিধান নগর ফাঁড়ির পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপ ভ্যানটি আটক করা হয়। ভ্যানে থাকা কয়েক টন লোহার অ্যাঙ্গেল বাজেয়াপ্ত করা হয়েছে, যার আনুমানিক বাজার মূল্য প্রায় পাঁচ লক্ষ টাকা।




ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় দুই অভিযুক্তকে— সাগর আকুড়ে ও এমডি রাজা খান। জানা গেছে, সাগর আকুড়ে সগর ভাঙ্গার কুসুম তলার বাসিন্দা। অভিযুক্তদের আজ দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে এবং তাদের জন্য সাত দিনের পুলিশ হেফাজতের আবেদন জানানো হয়েছে।


পুলিশের এই পদক্ষেপে এলাকায় অবৈধ লোহা কারবারের বিরুদ্ধে কড়া বার্তা দেওয়া হয়েছে। তদন্ত চলছে এবং আরও বড় চক্রের সন্ধান পেতে তৎপর পুলিশ।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ