রানীগঞ্জ :- রানীগঞ্জ এলাকায় অবৈধ কয়লা উত্তোলনের বিরুদ্ধে ইসিএল (ইস্টার্ন কোলফিল্ডস লিমিটেড) এবং সিআইএসএফ (সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স)-এর যৌথ অভিযান অব্যাহত রয়েছে। সম্প্রতি সাতগ্রাম-শ্রীপুর এরিয়া সিকিউরিটি টিম ও শ্রীপুর সিআইএসএফ ক্যাম্পের দল দামলিয়া এলাকায় অভিযান চালিয়ে ৩০ টনের বেশি অবৈধ কয়লা জব্দ করেছে।
অভিযানে নেতৃত্ব দেন সাতগ্রাম-শ্রীপুর এরিয়া ম্যানেজার কুমার সাহেব, সিকিউরিটি অফিসার অভিজিৎ কর্মকার ও মদন চৌধুরী। দামলিয়া দূর্গা মন্দিরের পেছনের ইট ভাটির কাছে অভিযান চালিয়ে জব্দ করা কয়লা ইসিএলের নিমচা সাইডিংয়ে স্থানান্তর করা হয়।
ইসিএল এবং সিআইএসএফ যৌথভাবে কয়লা চুরির বিরুদ্ধে ধারাবাহিক অভিযান পরিচালনা করছে। স্থানীয় পুলিশও এতে সহযোগিতা করছে। যদিও এই অভিযানে কয়লা চোরদের কার্যক্রমে কিছুটা প্রভাব পড়েছে, তবে এলাকায় অবৈধ কয়লা উত্তোলনের ঘটনা পুরোপুরি বন্ধ হয়নি। ইসিএল কর্তৃপক্ষ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রচেষ্টা চলমান রয়েছে।



0 মন্তব্যসমূহ
ধন্যবাদ