বারুইপুর: বিরল জিনগত রোগ স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) টাইপ-২-এ আক্রান্ত এক শিশুর জীবন বাঁচাতে ১৬ কোটি টাকার প্রয়োজন। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর থানার শংকরপুর এলাকার বাসিন্দা আজিজুল সরদার ও তার স্ত্রী কাশ্মীরা সরদার এই বিপুল অঙ্কের টাকা জোগাড় করতে হিমশিম খাচ্ছেন।
২০২২ সালে জন্মানো তাদের ছেলে রিজওয়ান সরদারের শরীরে এই রোগ ধরা পড়ে মাত্র ৯ মাস বয়সে। জন্মের পর সুস্থভাবে বেড়ে ওঠা রিজওয়ানের আচমকা পেশী দুর্বল হয়ে পড়তে শুরু করে। কলকাতা এবং ব্যাঙ্গালোরের চিকিৎসকদের মাধ্যমে জানা যায়, এই রোগের চিকিৎসার জন্য একটি বিশেষ ইনজেকশন প্রয়োজন, যার দাম প্রায় ১৬ কোটি টাকা।
স্পাইনাল মাসকুলার অ্যাট্রোফি (SMA) একটি বিরল জিনগত রোগ যা মেরুদণ্ডের মোটর নিউরনকে প্রভাবিত করে। এই রোগে আক্রান্ত শিশুরা স্বাধীনভাবে বসতে পারলেও হাঁটতে সক্ষম হয় না। টাইপ-২ SMA সাধারণত ৬-৮ মাস বয়সের মধ্যে প্রকাশ পায়।
আজিজুল সরদার, পেশায় ফল বিক্রেতা, দিন আনা দিন খাওয়া পরিবার চালানোর মধ্যেই সন্তানের চিকিৎসার জন্য সরকারি সাহায্যের আবেদন করেছেন। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আর্থিক সহায়তার জন্য অনুরোধ জানানো হয়েছে। শিশুটির মা কাশ্মীরা সরদার বলেন, “আমাদের সামর্থ্য নেই। আমরা চাই কোনো সহৃদয় ব্যক্তি বা সরকার সাহায্যের হাত বাড়িয়ে দিক। এতে আমাদের সন্তান স্বাভাবিক জীবনে ফিরতে পারবে।”
এই অসহায় পরিবারের আকুল আবেদন, সরকারি সাহায্য বা কোনো সহৃদয় ব্যক্তির দানে যদি এই ইনজেকশনটি নিশ্চিত করা যায়, তবে রিজওয়ানের জীবন বাঁচানো সম্ভব।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ