কয়লা পাচার মামলা: আসানসোল সিবিআই আদালতে চার্জ গঠন, ট্রায়াল শুরু ২১ জানুয়ারি ২০২৫

 



আসানসোল, ১০ ডিসেম্বর: দীর্ঘ অপেক্ষার পর মঙ্গলবার আসানসোল সিবিআই আদালতে কয়লা পাচার মামলার চার্জ গঠন সম্পন্ন হয়েছে। বিচারক রাজেশ চক্রবর্তী জানিয়ে দিয়েছেন, আগামী ২১ জানুয়ারি ২০২৫ থেকে এই মামলার ট্রায়াল শুরু হবে। সেদিন দুই সাক্ষীকে সাক্ষ্য দেওয়ার জন্য আদালতে উপস্থিত থাকতে বলা হয়েছে।



চার্জ গঠন প্রক্রিয়া শুরু হলেও, বেশ কয়েকবার তা বিলম্বিত হয়।

১৪ নভেম্বর: সেদিন দুই অভিযুক্তের অনুপস্থিতির কারণে চার্জ গঠন সম্ভব হয়নি।

২৫ নভেম্বর: মামলার অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র গ্রেফতার এবং জেল হেফাজতে থাকার কারণে সেদিনও চার্জ গঠন পেছায়।


বিকাশ মিশ্রকে গত ২৪ নভেম্বর কলকাতায় গ্রেফতার করে পুলিশ। তাকে আলিপুর বিশেষ পকসো কোর্টে পেশ করা হলে জামিন নাকচ হয় এবং ২৮ নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে পাঠানো হয়। এর জেরে তিনি ২৫ নভেম্বর আসানসোল সিবিআই আদালতে হাজির থাকতে পারেননি।



সিবিআই এ মামলায় তিনটি চার্জশিট জমা দিয়েছে, যেখানে মোট ৫০ জন অভিযুক্তের নাম রয়েছে। এদের মধ্যে একজন মারা গেছেন এবং অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্র এখনও পলাতক। সিবিআই ৪৮ জনের বিরুদ্ধে চার্জ গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছে।


তিনজন ব্যক্তিগত অভিযুক্ত: বিকাশ মিশ্র, অনুপ মাজি ওরফে লালা, এবং রত্নেশ্বর ভার্মা।

২৩ জনের যৌথ চার্জ: অন্যান্য ব্যক্তিরা।

১০ জন সরকারি কর্মচারী ও ১২টি কোম্পানির নাম: মামলায় উল্লেখিত।

আইনজীবী অভিষেক মুখোপাধ্যায় জানিয়েছেন, চার্জ গঠন সম্পন্ন হয়েছে এবং পরবর্তী শুনানি ২১ জানুয়ারি ২০২৫ হবে। সেই দিন থেকে সাক্ষ্যগ্রহণ শুরু হবে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ