কল্পতরু মেলার অস্থায়ী কার্যালয়ে আগুন! নেপথ্যে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব?

 



দুর্গাপুর: কল্পতরু মেলার দখল নিয়ে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব চরমে পৌঁছেছে। সম্প্রতি স্টল বন্টন সংক্রান্ত মেলার অস্থায়ী কার্যালয়ে চরম উত্তেজনার সৃষ্টি হয়, যেখানে ৩১ ও ৩৯ নম্বর ওয়ার্ডের তৃণমূল সভাপতি দেবনারায়ণ সিং এবং সুব্রত ব্রহ্ম উপস্থিত ছিলেন। তাদের সামনেই মেলা কমিটিকে এলাকা ছাড়া করার অভিযোগ উঠেছে।



মঙ্গলবার রাতে সেই বিতর্কিত অস্থায়ী কার্যালয়ে অগ্নিকাণ্ড ঘটে। চেয়ার-টেবিল বাইরে ছড়িয়ে পড়ে এবং ব্যানার ও প্যান্ডেলের ত্রিপল ছিঁড়ে দেওয়া হয়। ঘটনাস্থল থেকে একজন প্রৌঢ় পুলিশের কাছে খবর দিলে পুলিশ এসে আগুন নেভায়। মেলা কমিটির পক্ষ থেকে অনুমান করা হচ্ছে, মেলার দখল নিতে চাওয়া গোষ্ঠী এই ঘটনা ঘটিয়েছে।



তৃণমূলের ৩১ নম্বর ওয়ার্ডের সহ-সভাপতি মোহাম্মদ জাবেদ হোসেন আনসারী পাল্টা দাবি করেছেন যে, তাদের দুর্নীতির অভিযোগ তোলার কারণে ফাঁসানোর চেষ্টা চলছে।


বিজেপি বিধায়ক লক্ষণ ঘড়ুই এই ঘটনায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকে দায়ী করে কটাক্ষ করেছেন। তিনি বলেছেন, "তোলাবাজি ছাড়া তৃণমূল অচল। প্রাচীন উৎসবও তাদের লোভের হাত থেকে রেহাই পাচ্ছে না।"


ঘটনার পরে রাতারাতি অস্থায়ী কার্যালয়ের পোড়া অংশ ঢেকে দেওয়া নিয়ে বিতর্ক আরও গভীর হয়েছে। পুলিশের তদন্ত শুরু হলেও ঘটনার আসল রহস্য এখনও অজানা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ