আগামী ২০ ডিসেম্বর শিলিগুড়ির রানিডাঙায় সীমা সুরক্ষা বল (SSB)-এর ৬১তম প্রতিষ্ঠা দিবস উদযাপন করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
এদিন তিনি প্রতিষ্ঠা দিবসের প্যারেডে অংশগ্রহণ করবেন এবং আনুষ্ঠানিক সেলামী গ্রহণ করবেন।
সীমান্ত রক্ষায় নিয়োজিত এই বাহিনীর দিনটি উদযাপনের পাশাপাশি উত্তরবঙ্গের বিভিন্ন জনগোষ্ঠীর কৃষ্টি ও সংস্কৃতিকে তুলে ধরার জন্য বিশেষ প্রদর্শনীও আয়োজন করা হয়েছে।
টোটো উপজাতির ঐতিহ্যবাহী সংগীত, মার্শাল আর্ট প্রদর্শনীসহ আরও নানা সাংস্কৃতিক কার্যক্রম অনুষ্ঠানের অংশ হবে বলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন এসএসবি শিলিগুড়ি ফ্রন্টিয়ার হেডকোয়ার্টার আইজি সুধীর কুমার।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ