উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসনের অভিনব উদ্যোগে ১১ ডিসেম্বর পালিত হল সুন্দরবন দিবস। হিঙ্গলগঞ্জের রায়মঙ্গল নদীর গর্ভে ভাসমান একটি বিশেষ প্ল্যাটফর্মে এই দিবস উদযাপিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসিরহাট মহকুমা শাসক আশিস কুমার, হিঙ্গলগঞ্জের বিডিও দেবদাস গাঙ্গুলী, পঞ্চায়েত সমিতির সভাপতি শহীদুল্লাহ গাজী এবং বিশিষ্ট শিক্ষক তুষার মণ্ডলসহ প্রশাসনিক আধিকারিক ও বিশিষ্টজনেরা।
দিনের শুরুতে ম্যানগ্রোভ অরণ্যের প্রতি শ্রদ্ধা জানিয়ে আরাধনা ও পুজো অনুষ্ঠিত হয়। স্কুলের ছাত্র-ছাত্রী থেকে বিশিষ্ট ব্যক্তিত্বরা পদযাত্রার মাধ্যমে চার নদীর মোহনায় এসে প্রকৃতির প্রতি দায়িত্ব পালনের অঙ্গীকার করেন।
এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল সুন্দরবনের জীববৈচিত্র্য ও ম্যানগ্রোভ অরণ্যের সংরক্ষণ। নির্বিচারে গাছ কাটার বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে এবং ম্যানগ্রোভের চারা রোপণের মাধ্যমে প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার বার্তা দেওয়া হয়।
২০১১ সাল থেকে প্রতি বছর ১১ ডিসেম্বর সুন্দরবন দিবস পালিত হচ্ছে। এ বছর, ১৪ তম বার্ষিক উদযাপনে, "সুন্দরবন বাঁচলে, আমরা বাঁচব" এই অঙ্গীকার নিয়ে সুন্দরবনের বাস্তুতন্ত্র রক্ষা করার বার্তা দেওয়া হল।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ