চার চাকার গাড়িতে ট্রলি ব্যাগে লুকিয়ে ৭৫ কেজি গাঁজা পাচার! দুর্গাপুরে পুলিশের হাতে গ্রেপ্তার চার, বাজেয়াপ্ত মাদক

 



দুর্গাপুর: মাদক পাচারের বড়সড় চক্র ফাঁস করল দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ। বুধবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে নাকা চেকিং চালিয়ে একটি সাদা রঙের চার চাকার গাড়ি থেকে প্রায় ৭৫ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়েছে। গাঁজাগুলি ট্রলি ব্যাগ এবং কালো ব্যাগে লুকিয়ে রাখা ছিল। এ ঘটনায় গাড়িতে থাকা চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে দুর্গাপুরের রামকৃষ্ণপল্লীর ভরত কুমার জয়সওয়াল এবং মুর্শিদাবাদের রাণীনগরের আনারুল ইসলাম, দিলদার মন্ডল ও আব্দুল খালেক শেখ রয়েছেন।


পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি গ্যামন ব্রিজ থেকে রাতুড়িয়া-অঙ্গদপুর শিল্পতালুকের দিকে যাচ্ছিল। গোপন খবরের ভিত্তিতে কোকওভেন থানার পুলিশ গাড়িটি আটকায়। গাড়ির ডিকি খুলতেই দেখা যায়, সেখানে ট্রলি ব্যাগসহ কালো ব্যাগে বিপুল পরিমাণ গাঁজা লুকিয়ে রাখা হয়েছে। বাজেয়াপ্ত গাঁজার বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।


তদন্তে উঠে এসেছে, মুর্শিদাবাদের তিন অভিযুক্ত উড়িষ্যার বারপল্লী থেকে ট্রেনে করে দুর্গাপুরে এসে এই গাঁজা সরবরাহ করছিল। স্থানীয় অভিযুক্ত ভরত কুমার জয়সওয়াল গাড়ি নিয়ে তাদের দুর্গাপুর স্টেশন থেকে তুলে এনে পাচারের প্রস্তুতি নিচ্ছিল। তবে পুলিশি তৎপরতায় পাচার পরিকল্পনা ভেস্তে যায়।



ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে বৃহস্পতিবার আসানসোল জেলা আদালতে পেশ করা হয়েছে। ১০ দিনের পুলিশ হেফাজত চেয়ে আদালতে আবেদন করা হয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, এই মাদক চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কিনা, তা নিয়ে তদন্ত চলছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ