দক্ষিণ ২৪ পরগনা:
মৎস্যজীবীদের নিরাপত্তা এবং কার্যক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ট্রলারে বসানো হচ্ছে অত্যাধুনিক 'টু-ওয়ে এমএসএস ট্রান্সপন্ডার'। ইসরোর প্রযুক্তিতে নির্মিত এই যন্ত্র মৎস্যজীবীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে। ইতিমধ্যেই বেশ কিছু ট্রলারে এই যন্ত্র স্থাপন করা হয়েছে এবং ট্রলার মালিকদের প্রশিক্ষণও দেওয়া হয়েছে।
দুর্যোগকালে বার্তা প্রেরণ: এই যন্ত্রের মাধ্যমে মৎস্যজীবীরা লিখিত বার্তা পাঠাতে পারবেন, যা জরুরি মুহূর্তে অত্যন্ত কার্যকরী হবে।
জিও-ফেন্সিং: ট্রলারের জলসীমা অতিক্রম করার চেষ্টা হলে তা সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় অফিসে সংকেত পাঠাবে।
ভারত-বাংলাদেশ জলসীমা পর্যবেক্ষণ: সীমা লঙ্ঘনের যেকোনো চেষ্টাকে আটকাতে সাহায্য করবে।
সেন্সর এবং মোবাইল অ্যাপ: যন্ত্রটি সেন্সরের সঙ্গে সংযুক্ত এবং মোবাইল অ্যাপের মাধ্যমে নিয়ন্ত্রিত হতে পারে।
প্রাথমিকভাবে ৫০০টি যন্ত্র স্থাপনের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনায় ৩০০টি এবং পূর্ব মেদিনীপুরে ২০০টি যন্ত্র বসানো হবে। ডায়মন্ড হারবার, নামখানা, কাকদ্বীপ, এবং পাথরপ্রতিমার মতো মৎস্যবন্দরগুলোতে কাজ শুরু হয়ে গেছে। ধাপে ধাপে সমস্ত ট্রলারে এই যন্ত্র স্থাপন করা হবে।
এই প্রযুক্তির মাধ্যমে মৎস্যজীবীদের জীবন আরও নিরাপদ ও সুসংহত করার পথে এক ধাপ এগিয়ে গেলো।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ