জলপাইগুড়ি আবগারি বিভাগের বড় সাফল্য, উদ্ধার ৩০ লক্ষ টাকার সিকিমের মদ

 



সিকিম থেকে অবৈধভাবে মদ এনে পশ্চিমবঙ্গে বিক্রির একটি চক্র সক্রিয় থাকার খবর পেয়ে অভিযানে নামল আবগারি বিভাগ। জলপাইগুড়ি এক্সাইজ ডিভিশনের স্পেশাল কমিশনার সুজিত দাসের নেতৃত্বে দার্জিলিংয়ের কালিঝোড়ার প্রণামী মন্দির রোড এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৩০ লক্ষ ৯০ হাজার টাকার সিকিমের মদ উদ্ধার করা হয়েছে।



উদ্ধার হওয়া সামগ্রীর মধ্যে ছিল ২০০ কার্টুন বিয়ার ও ১০৩ কার্টুন মদ। যদিও ঘটনায় এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি, তবে অভিযুক্তদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে আবগারি বিভাগ।


সাব-ইন্সপেক্টর দীপক টিজ্ঞার তত্ত্বাবধানে এই চক্রের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তকরণের কাজ চলছে। সিকিম থেকে দার্জিলিংয়ে মদ সরবরাহের এই অবৈধ চ্যানেল কীভাবে কাজ করে তা জানার জন্য তদন্ত চলছে।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ