ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (ইউপিএসসি) ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল সার্ভিস (আইএসএস) পরীক্ষায় ইতিহাস গড়লেন পশ্চিমবঙ্গের আসানসোলের সিঞ্চন স্নিগ্ধ অধিকারী। তিনি গোটা দেশের মধ্যে প্রথম স্থান অর্জন করেছেন। এই গুরুত্বপূর্ণ সরকারি চাকরির পরীক্ষায় নজরকাড়া সাফল্যে উচ্ছ্বসিত পরিবারের সদস্যরা।
আসানসোলের রামকৃষ্ণ মিশনের প্রাক্তনী সিঞ্চন বর্তমানে আসানসোলের ইসমাইল অঞ্চলে বসবাস করেন। পরবর্তীতে তিনি কলকাতার ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট (আইএসআই) থেকে স্ট্যাটিস্টিক্সে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। মোটামুটি স্বচ্ছল পরিবারের সিঞ্চনের বাবা প্রদীপ অধিকারী আসানসোল মাইন্স বোর্ড অব হেলথের কর্মী এবং মা সুজাতাদেবী একজন গৃহবধূ।
সিঞ্চন জানিয়েছেন, তার এই সাফল্যের পুরো কৃতিত্ব তিনি বাবা-মাকেই দিতে চান। তাদের অসীম সমর্থন ও অনুপ্রেরণাই তাকে এই পথচলায় এগিয়ে যেতে সাহায্য করেছে।
সিঞ্চনের এই সাফল্য শুধু তার পরিবার নয়, আসানসোলবাসীর কাছেও গর্বের। সিঞ্চনের এই কৃতিত্ব ভবিষ্যতের তরুণদের জন্য একটি বড়ো প্রেরণা।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ