মাত্র দুই দিনের মধ্যে, আমাদের সংকল্প গর্বের সঙ্গে চারটি নতুন "শিক্ষায় সহায়তা" কেন্দ্র উদ্বোধন করেছে। এটি গ্রামীণ এলাকায় মানসম্মত শিক্ষা প্রদানের এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
৪৩তম থেকে ৪৭তম "শিক্ষায় সহায়তা" কেন্দ্রের উদ্বোধন:
১৪ ডিসেম্বর, ২০২৪: পুরষোত্তমপুর, দামোদর
১৫ ডিসেম্বর, ২০২৪: পুরুলিয়া জেলার মধুকুণ্ডা ও পাঞ্চেত অঞ্চলে তিনটি কেন্দ্র
এই প্রসারের মাধ্যমে:
🌟 ৪০০+ নতুন শিক্ষার্থী এখন মানসম্মত শিক্ষার সুবিধা পাবে।
🌟 ৪টি গ্রাম শিক্ষা ব্যবস্থার উন্নতির মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনছে।
🌟 ৬ জন নিবেদিতপ্রাণ শিক্ষক এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়েছেন।
🌟 ৬ জন শক্তিশালী নারী শিক্ষক ও নেত্রী হিসেবে তাদের দায়িত্ব পালন করছেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি:
শ্রীমতি মুনমুন রায় – মহিলা কমিটির সভানেত্রী
শ্রী অজয় কুমার বর্মা – যুগ্ম সম্পাদক, আমাদের সংকল্প
শ্রীমতি মৌ দাস – যুগ্ম সম্পাদক, মহিলা কমিটি
আরো উপস্থিত ছিলেন:
শ্রী রিঙ্কু দাস, শ্রীমতি ললিতা প্রসাদ, শ্রীমতি মৌমিতা চৌধুরী, শ্রীমতি শ্যামলী, শ্রী অরিজিৎ দিবর, শ্রী কৃষ্ণা, শ্রী দীপেন পাল, শ্রী মনোজ প্রসাদ এবং অনেক স্বেচ্ছাসেবী, শিক্ষক, শিক্ষার্থী ও গ্রামবাসী।
আমাদের সংকল্পের মিশন:
“প্রতিজ্ঞা করেছি, শিক্ষা দেব।”
আমাদের সংকল্প পরিবার গ্রামীণ এলাকায় পিছিয়ে পড়া শিশুদের বিনামূল্যে মানসম্মত শিক্ষা দিতে নিরলসভাবে কাজ করে চলেছে।
সবার সহযোগিতায় আমরা এক উজ্জ্বল ভবিষ্যৎ গড়ছি এবং শিক্ষার মাধ্যমে জীবনে পরিবর্তন আনছি।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ