দাও দাও করে পুড়ে ছাই চা-রুটির দুটি দোকান, বিদ্যুৎ ও সিসিটিভি ব্যবস্থা ক্ষতিগ্রস্ত



উত্তর থানার অন্তর্গত ধাদকা স্কুলের সামনে ফুটপাতে ঘটে গেছে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ড। সোমবার গভীর রাতে দুটি দোকানে হঠাৎ করে আগুন লেগে যায়। দোকান দুটি চা ও রুটি বিক্রির জন্য পরিচিত ছিল।



স্থানীয়রা জানান, দমকল বাহিনী খবর পেয়ে ঘটনাস্থলে এলেও তখন পর্যন্ত দুটি দোকানই কার্যত ছাই হয়ে গিয়েছিল। আগুনের তীব্রতায় আশপাশের বিদ্যুতের তার, সিসিটিভি ক্যামেরার সরঞ্জাম এবং বিদ্যুতের বাক্সও ক্ষতিগ্রস্ত হয়েছে।


তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও এখনও নির্ধারণ করা যায়নি। ঘটনার জেরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। প্রশাসন তদন্ত শুরু করেছে এবং ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ