সালানপুর:- নতুন বছরের আগমন উপলক্ষে মাইথন পর্যটন কেন্দ্র সেজে উঠেছে উৎসবের সাজে। প্রতিবছরের মতো এবারও ডিসেম্বর মাস থেকে শুরু হয়েছে পিকনিকের মরশুম, আর এই উপলক্ষে মাইথনের প্রবেশপথে নতুন স্বাগতম গেটের ফিতে কেটে উদ্বোধন করেন বারাবনির বিধায়ক ও আসানসোল পৌরনিগমের মেয়র বিধান উপাধ্যায়।
উদ্বোধনের পর তিনি মাইথন ড্যাম ঘুরে পর্যটন কেন্দ্রের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন। এছাড়া তিনি কল্যাণেশ্বরী মোড়ে একটি এসি বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন, যা পর্যটকদের সুবিধার্থে পৌরনিগমের উদ্যোগে তৈরি করা হয়েছে। একইসঙ্গে, প্রতবপুর গ্রামে ১৫তম এফসি ফান্ড থেকে প্রায় ১৫ লক্ষ টাকা ব্যয়ে রাস্তার কাজের শিলান্যাস করেন।
এদিনের কর্মসূচির আরও একটি উল্লেখযোগ্য অংশ ছিল মেজলাডি ও রামচন্দ্রপুর গ্রামে সাবমার্সেবল পাম্পের উদ্বোধন, যা এলাকার মানুষের পানীয় জলের চাহিদা পূরণ করবে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পরিষদ কর্মাধ্যক্ষ মহম্মদ আরমান, সালানপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি ভোলা সিং, পঞ্চায়েত সমিতির সভাপতি কৈলাসপতি মণ্ডল, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার মুনমুন মুখার্জী, ও শ্রমিক সংগঠনের সভাপতি মনোজ তেওয়ারী।
উল্লেখ্য, মাইথন পর্যটন কেন্দ্র প্রতি বছর বহু দূরদূরান্ত থেকে আগত পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। নববর্ষের আনন্দে মেতে ওঠার প্রস্তুতিতে এই উদ্বোধন এলাকাবাসী ও পর্যটকদের জন্য বাড়তি উন্মাদনা যোগ করেছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ