কাঁকসার গোপালপুরে সর্বভারতীয় বেসরকারি গ্যাস উত্তোলনকারী সংস্থার কার্যালয়ের সামনে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতৃত্বে অস্থায়ী নিরাপত্তা রক্ষীরা তুমুল বিক্ষোভ শুরু করেছে। তাদের অভিযোগ, সময়মতো বেতনসহ একাধিক সুযোগ-সুবিধা থেকে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত। অতিরিক্ত কাজের পারিশ্রমিকও যথাসময়ে প্রদান করা হয় না।
নিরাপত্তা রক্ষী রাজেশ রজক অভিযোগ করেন, "বেতন বাড়ানো তো দূরের কথা, নির্ধারিত সময়েও বেতন দেওয়া হয় না। অতিরিক্ত কাজের টাকাও বছরের শেষে দেওয়ার কথা থাকলেও এ বছর এখনো দেয়নি। বলা হচ্ছে জানুয়ারিতে দেওয়া হবে।"
তাদের দাবি পূরণ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন বিক্ষোভকারীরা। তৃণমূল শ্রমিক সংগঠনের ওয়ার্কার ইউনিয়নের সভাপতি উৎপল দত্ত বলেন, "গ্যাস উত্তোলক সংস্থা কর্তৃপক্ষ শ্রমিকদের প্রতি চরম অবিচার করছে। আমরা বিষয়টি নিয়ে দলের জেলা সভাপতির কাছে জানিয়েছি। দাবি না মানলে বিক্ষোভ আরও তীব্র হবে।"
এদিকে, সংস্থার কার্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সিদ্ধার্থ পান্ডে জানান, "আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। দ্রুত সমস্যা সমাধানের ব্যবস্থা নেওয়া হবে।"
বর্তমানে কার্যালয়ের গেট বন্ধ করে বিক্ষোভ চলতে থাকায় উত্তেজনা ক্রমশ বাড়ছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ