এদিন সন্ধ্যারাতে আলিপুরদুয়ার শহরে চাঞ্চল্যকর শুটআউটের ঘটনা ঘটে। সমাজপাড়ায় কৌশিলা মাহাতো নামক এক মহিলার মাথায় গুলি চালায় এক যুবক। ঘটনায় এলাকাবাসীর চিৎকার শুনে অভিযুক্ত পালানোর চেষ্টা করে। তবে কিছু স্থানীয় বাসিন্দা তার পিছু ধাওয়া করে।
পালিয়ে ইটখোলা এলাকায় পৌঁছে অভিযুক্ত আরও এক যুবকের ওপর গুলি চালায়। এতে ওই যুবক গুরুতর আহত হন। কৌশিলা মাহাতোকে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। গুলিবিদ্ধ যুবক বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন।
এদিকে অভিযুক্ত যুবককেও স্থানীয়রা গণধোলাই দিয়ে পুলিশে হস্তান্তর করে। পুলিশ তাকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। তবে অভিযুক্তের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। শুটআউটের প্রকৃত কারণ এখনও অস্পষ্ট।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ