রূপনারায়নপুরে অষ্টম শ্রেণীর ছাত্রকে মারধর করে হত্যার চেষ্টা, দুই অভিযুক্ত গ্রেফতার




আসানসোলের সালানপুর থানার রূপনারায়নপুর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। অষ্টম শ্রেণীর ছাত্র নবীন লাহা (১৪) অভিযোগ করেছেন, স্কুল থেকে বাড়ি ফেরার পথে রূপনারায়নপুর রেল ব্রিজ পার করার পর প্রতাপপুর গ্রামের রাস্তায় চারজন দুষ্কৃতি তাকে ধরে বেধড়ক মারধর করে। তারা পাঞ্চ বেল্ট দিয়ে আঘাত করলে তার চোখ ও মাথায় গুরুতর চোট লাগে।


অভিযুক্তরা নবীনকে মারধর করতে করতে রেললাইনের ধারে নিয়ে যাচ্ছিল। তবে স্থানীয় মানুষজন ঘটনাস্থলে জমায়েত হওয়ায় তারা পালানোর চেষ্টা করে। দুই দুষ্কৃতিকে এলাকাবাসী ধরে পুলিশের হাতে তুলে দেয়, তবে বাকি দুজন পালিয়ে যায়।


ছাত্র নবীন লাহা বলেন "আমাকে রাস্তায় আটকে পাঞ্চ বেল্ট দিয়ে মারধর করেছে। আমার চোখ ও মাথায় চোট লেগেছে। ওরা আমাকে রেললাইনে নিয়ে গিয়ে খুন করার চেষ্টা করছিল।"


ছাত্রের বাবা বলের "কী কারণে এই আক্রমণ করা হয়েছে জানি না। আমার ছেলেকে প্রাণে মারার চেষ্টা করা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছি।"


সালানপুর থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এলাকায় নিরাপত্তা বাড়ানোর আশ্বাস দিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ