আসানসোলের কুলটি বিধানসভার নিয়মতপুর বাজার এলাকায় বিজেপির সদস্যতা অভিযান কর্মসূচি অনুষ্ঠিত হলো। এই বিশেষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তার সঙ্গে ছিলেন বিজেপির অন্যান্য নেতৃবৃন্দ ও কর্মী-সমর্থকেরা।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক অগ্নিমিত্রা পাল তীব্র আক্রমণ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। পাশাপাশি, কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের সাম্প্রতিক মন্তব্য নিয়েও তীব্র সমালোচনা করেন তিনি।
অগ্নিমিত্রা পাল বলেন, "রাজ্যের বর্তমান সরকার জনগণের স্বার্থকে উপেক্ষা করে শুধুমাত্র নিজেদের রাজনৈতিক ফায়দা হাসিল করছে। ফিরহাদ হাকিমের বক্তব্যে সরকারের স্বৈরাচারী মনোভাব স্পষ্ট।"
সদস্যতা অভিযান কর্মসূচির মাধ্যমে বিজেপি আরও বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাওয়ার লক্ষ্যে কাজ করছে বলে জানান দলের নেতৃবৃন্দ। নিয়মতপুরের এই কর্মসূচি এলাকায় বিজেপির শক্তি বৃদ্ধি করতে বড় ভূমিকা নেবে বলেই মনে করছেন কর্মীরা।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ