পশ্চিম বর্ধমান জেলার শিল্পাঞ্চল আসানসোল এবার আন্তর্জাতিক মঞ্চে নিজেদের কৃতিত্ব তুলে ধরতে প্রস্তুত। আগামী ২৮ শে ডিসেম্বর ভাইজাগে ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে আয়োজিত হতে চলেছে বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপ ২০২৪। এই মর্যাদাপূর্ণ প্রতিযোগিতায় আসানসোলের বিসি কলেজ সংলগ্ন নাথ যোগা ইনস্টিটিউটের ১৬ জন প্রতিযোগী ভারতের প্রতিনিধিত্ব করতে চলেছে।
নাথ যোগা ইনস্টিটিউটের প্রশিক্ষক সুচরিতা দেবনাথ জানান, জেলা পর্যায়ের প্রতিযোগিতা থেকে বাছাইপর্ব শুরু হয়, যেখানে একাধিক প্রতিযোগী অংশ নেয়। সেখান থেকে ২৪ জনকে রাজ্য স্তরের জন্য নির্বাচন করা হয়। রাজ্য স্তরে সাফল্য লাভের পর জাতীয় স্তরে তারা প্রতিদ্বন্দ্বিতা করে। জাতীয় স্তরে অসাধারণ পারফর্মেন্সের ভিত্তিতে ১৬ জন প্রতিযোগীকে আন্তর্জাতিক স্তরের জন্য মনোনীত করা হয়েছে।
বিশ্ব যোগা চ্যাম্পিয়নশিপে ভারত ছাড়াও অস্ট্রেলিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, নেপাল, শ্রীলঙ্কা সহ মোট আটটি দেশ অংশগ্রহণ করবে। এটি পশ্চিম বর্ধমান এবং পুরো শিল্পাঞ্চলের জন্য এক গর্বের বিষয়। প্রশিক্ষক সুচরিতা দেবনাথ আশা প্রকাশ করেছেন যে প্রতিযোগীরা আন্তর্জাতিক মঞ্চেও অনবদ্য পারফর্মেন্স উপহার দেবে।
ইউনিভার্সাল যোগা স্পোর্টস ফেডারেশনের পশ্চিম বর্ধমান জেলার ডিরেক্টর পম্পা হাজরা বলেন, "এই প্রতিযোগিতা বয়সভিত্তিক হওয়ায় বিভিন্ন বয়সের প্রতিযোগীদের জন্য এটি বড় একটি সুযোগ। আমাদের প্রতিযোগীরা যেভাবে জেলা এবং জাতীয় স্তরে নিজেদের দক্ষতা প্রমাণ করেছে, তাতে আমরা বিশ্ব চ্যাম্পিয়নশিপেও সাফল্যের ব্যাপারে আশাবাদী।"
বর্তমানে প্রতিযোগীরা চ্যাম্পিয়নশিপের জন্য কঠোর পরিশ্রমে নিজেদের প্রস্তুত করছে। এই অর্জন শুধু প্রতিযোগীদের নয়, পুরো জেলার গর্ব ও দেশের গর্ব ।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ