জালিয়ানওয়ালাবাগ এবং বজ বজের স্মৃতি জাগিয়ে তুলতে ১৯৫০ কিলোমিটার পদযাত্রায় অতীন হালদার



ঐতিহাসিক ঘটনাগুলির স্মৃতি জনসাধারণের কাছে তুলে ধরার উদ্দেশ্যে এক অভিনব পদযাত্রার উদ্যোগ নিয়েছেন কলকাতার বজবজের বাসিন্দা অতীন হালদার। চলতি মাসের ১১ ডিসেম্বর সকালে বজবজ থেকে পায়ে হেঁটে যাত্রা শুরু করেন তিনি। তাঁর লক্ষ্য, প্রায় ১৯৫০ কিলোমিটার পথ অতিক্রম করে পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে পৌঁছানো।




চার মাসব্যাপী এই পদযাত্রার মাধ্যমে অতীন হালদার জনসাধারণের কাছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড এবং বজ বজের ঐতিহাসিক স্মৃতি তুলে ধরতে চান। যাত্রাপথে তিনি বিভিন্ন স্থানে মানুষের সঙ্গে কথা বলে তাঁদের ঐতিহাসিক ঘটনাগুলির গুরুত্ব সম্পর্কে সচেতন করছেন।


আজ তিনি পশ্চিমবঙ্গের আসানসোলের কুলটিতে পৌঁছেছেন। তাঁর এই উদ্যোগ শুধুমাত্র পদযাত্রা নয়, বরং ঐতিহ্য এবং ইতিহাসকে নতুন করে মানুষের সামনে তুলে ধরার এক প্রয়াস।


"আমি চাই, মানুষ আমাদের দেশের ঐতিহাসিক ঘটনাগুলিকে ভুলে না যায়। এই পদযাত্রার মাধ্যমে আমি সেই স্মৃতিগুলো জাগিয়ে তুলতে চাই। জালিয়ানওয়ালাবাগ এবং বজ বজের ঘটনাগুলি আমাদের দেশের জন্য বড় শিক্ষা।"



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ