পানুড়িয়ায় তৃণমূল কংগ্রেসের মহামিছিল অপরাজিতা বিলের সমর্থনে

 


বারাবনির পানুড়িয়া মহিলা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রস্তাবিত অপরাজিতা বিল নিয়ে একটি মহামিছিল অনুষ্ঠিত হয়। বিলটি মহিলাদের ক্ষমতায়ন এবং অধিকার সুরক্ষার লক্ষ্য নিয়ে তৈরি করা হয়েছে। তবে, কেন্দ্র সরকার এই বিলকে অনুমোদন দিতে নারাজ, যা নিয়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ দেখা যাচ্ছে।





আজকের মহামিছিল শুরু হয় পানুড়িয়া তৃণমূল পার্টি অফিস থেকে এবং শেষ হয় পানুড়িয়া বাজারের হাটতলার কাছে। মহামিছিলে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের বিশিষ্ট নেত্রী ভবানী কেস, পশ্চিম বর্ধমান জেলা পরিষদের সদস্য মালা পাউড়ি, তৃণমূল কংগ্রেসের সভাপতি অসিত সিং, সহ-সভাপতি কেশব রাউত, এবং পানুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ সিং।


এই আন্দোলনের মাধ্যমে দলীয় নেতৃবৃন্দ রাজ্যের মহিলাদের প্রতি কেন্দ্রের অবজ্ঞার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তারা দাবি করেন, অপরাজিতা বিল বাস্তবায়িত হলে মহিলাদের আর্থ-সামাজিক অবস্থার উন্নতি হবে এবং তাদের অধিকারের সুরক্ষা নিশ্চিত হবে।


মিছিলে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগান ও ব্যানারের মাধ্যমে কেন্দ্রের অসহযোগিতার বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন। তৃণমূল নেতাদের মতে, এই বিলটি কেন্দ্রের কাছে পাঠানো হলেও, কেন্দ্রের তরফে কোনো সদর্থক উদ্যোগ নেওয়া হয়নি, যা রাজ্যের জনগণের প্রতি অশ্রদ্ধার পরিচয়।


পানুড়িয়ার এই মহামিছিল দলীয় কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে এবং মহিলাদের অধিকারের লড়াইকে আরও দৃঢ় করেছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ