"আসানসোলের সৃষ্টিনগরে ফ্ল্যাটে পুলিশি অভিযান, পরীক্ষা সংক্রান্ত নথি উদ্ধার"



আসানসোলের সৃষ্টিনগরে অবস্থিত সঙ্গতি ফ্ল্যাটে পুলিশ বড় মাপের তল্লাশি অভিযান চালিয়েছে। এই অভিযানের সময় একজনকে আটক করা হয়েছে। ফ্ল্যাটের ভেতরে পুলিশি অভিযান চলতে থাকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে।




সূত্রের খবর অনুযায়ী, উদ্ধার হওয়া নথিগুলি পরীক্ষা সংক্রান্ত হতে পারে। পুলিশ সেগুলি বাজেয়াপ্ত করেছে এবং পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।


জানা গিয়েছে, একটি অটোতে পরীক্ষা সংক্রান্ত নথি নিয়ে যাওয়া হচ্ছিল। এ বিষয়ে খবর পাওয়ার পরই পুলিশ এই অভিযান চালায়। এখন আসানসোল নর্থ থানা পুলিশ খুঁজে বের করার চেষ্টা করছে যে, এই চক্রের পিছনে কারা আছে এবং তারা কী ধরনের বেআইনি কাজে লিপ্ত ছিল। তদন্ত এখনও চলছে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ