পাচগাছিয়া মনোহরবহাল আনন্দমার্গ স্কুলে আজ আনন্দমার্গ প্রচারক সংঘের উদ্যোগে এক মহৎ সেবামূলক কার্যক্রম পরিচালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে বিনামূল্যে চিকিৎসা শিবির ও কম্বল বিতরণ ছিল প্রধান আকর্ষণ। আনুমানিক একশো জনের হাতে কম্বল তুলে দেওয়া হয় এবং প্রায় শতাধিক রোগীর বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বিশেষ করে, চক্ষু পরীক্ষার জন্য আলাদা ব্যবস্থা রাখা হয়েছিল, যা উপস্থিত জনগণের জন্য অত্যন্ত কার্যকর হয়েছে। স্থানীয় বাসিন্দাদের মতে, প্রতি বছরই আনন্দমার্গ প্রচারক সংঘ এ ধরনের সেবামূলক কাজ পরিচালনা করে।
অনুষ্ঠানে মার্গী দিদিরা জানান, দুঃস্থ ও অসহায় মানুষের সেবা করাই তাদের প্রধান ধর্ম এবং এটি তারা আনন্দের সঙ্গে পালন করেন। তারা আরো বলেন, আগামী দিনে তারা আরও বৃহত্তর পরিসরে মানুষের সেবার জন্য উদ্যোগ নেবেন।
এই মহৎ কাজের জন্য স্থানীয় মানুষজন আনন্দমার্গ প্রচারক সংঘকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তাদের এই প্রচেষ্টা প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ