ডাকাতির ছক বানচাল, দুবরাজপুরে দুই অপরাধী গ্রেপ্তার

 



দুবরাজপুর থানার পুলিশ সফলভাবে বানচাল করল ডাকাতির ছক। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে পন্ডিতপুর মোড়ের কাছে দুবরাজপুর-বক্রেশ্বর রাস্তায় সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করছিল কয়েকজন যুবক। পুলিশের জিজ্ঞাসাবাদে তাদের কাছ থেকে উদ্ধার হয় ভোজালি, দড়ি, একাধিক মোবাইল ফোন এবং এটিএম কার্ড।


পুলিশ অভিযানের পর দুজনকে গ্রেপ্তার করেছে। ধৃতদের নাম সুধাময় গোপ ও মাধব সিং। উভয়ের বাড়ি দুবরাজপুর থানার মেটেলা গ্রামে।


আজ দুজনকে দুবরাজপুর আদালতে তোলা হলে, পুলিশ ৭ দিনের হেফাজতের আবেদন জানায়। আদালতের বিচারক ৫ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। দুবরাজপুর আদালতের সরকারি আইনজীবী রাজেন্দ্র প্রসাদ দে জানিয়েছেন, তদন্ত আরও জোরদার করা হবে।

স্থানীয় বাসিন্দারা পুলিশের এই তৎপরতায় স্বস্তি প্রকাশ করেছেন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ