দক্ষিণ দিনাজপুর, ২৩ ডিসেম্বর: দক্ষিণ দিনাজপুর জেলার অলিগলিতে প্রশাসনের নজর এড়িয়ে অনিয়ন্ত্রিতভাবে চলছে অবৈধ গ্যাস রিফিলিংয়ের কাজ। পাড়ার মুদির দোকান থেকে বসতবাড়ি— সর্বত্রই বেআইনিভাবে গ্যাস ভর্তির এই কাজ চলছে। দোকান ও বাড়ির আশেপাশে গ্যাসের তীব্র গন্ধ পাওয়া যায়, যা যেকোনো মুহূর্তে ঘটাতে পারে বড়সড় দুর্ঘটনা।
বিশেষ সূত্রে জানা গেছে, এই গ্যাস বেআইনি বাজারে ১৫০ থেকে ২০০ টাকা প্রতি কেজি দামে বিক্রি করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্যাস ব্যবসায়ী জানান, “বাজারে চাহিদা প্রচুর। বাড়ির গ্যাস শেষ হয়ে গেলে বুকিংয়ের দীর্ঘসূত্রতা থেকে বাঁচতে ক্রেতারা এই গ্যাস কিনতে বাধ্য হন। আমরা জানি এটা বেআইনি, কিন্তু পেট চালানোর জন্য বাধ্য হচ্ছি।”
বালুরঘাট, বুনিয়াদপুর, গঙ্গারামপুরসহ জেলার বিভিন্ন জায়গায় রাস্তার ধারে এবং পাড়ার দোকানগুলিতে অবৈধভাবে গ্যাস রিফিলিং অব্যাহত রয়েছে। প্রশাসনের উদাসীনতায় বিষয়টি আরও জটিল হয়ে উঠছে।
পরিবেশবিদ ও সাহিত্যিক দিলীপ তালুকদার জানান, “অবৈধ গ্যাস রিফিলিং যেমন বিপজ্জনক তেমনি বেআইনি। প্রশাসন কেন এই বিষয়ে নীরব তা রহস্যজনক। পেটের দায়ে মানুষ এই ঝুঁকিপূর্ণ কাজ করছে, তবে প্রশাসনের উচিত দ্রুত পদক্ষেপ নিয়ে এই কাজ বন্ধ করা।”
বিশেষজ্ঞরা মনে করছেন, এ সমস্যার সমাধানে সরকারকে দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতিতে মনোযোগী হতে হবে। অন্যথায় এই বেআইনি কার্যকলাপ ভবিষ্যতে মারাত্মক বিপর্যয় ডেকে আনতে পারে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ