বহরমপুরে শহর যুব তৃণমূল কংগ্রেস সভাপতিকে লক্ষ্য করে গুলি, এলাকায় চাঞ্চল্য



বহরমপুর শহরে যুব তৃণমূল কংগ্রেস সভাপতি পাপাই ঘোষকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল রাতে কাজ সেরে বাড়ি ফেরার পথে কাশিমবাজার রিং রোড এলাকায় দুষ্কৃতিরা তার গাড়ি লক্ষ্য করে দু’বার গুলি চালায়।


অল্পের জন্য প্রাণে রক্ষা পান পাপাই ঘোষ ও তার গাড়ি চালক। গুলির আঘাতে গাড়ির কাঁচ ভেঙে যায়। ঘটনার পরই বহরমপুর থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি সামাল দেয়।


পাপাই ঘোষ এই হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনাটি রাজনৈতিক ষড়যন্ত্র কিনা, তা খতিয়ে দেখছে প্রশাসন।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ