আসানসোল শাখার কালচারাল অ্যান্ড লিটারারি ফোরামের উদ্যোগে আগামী ৪ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত আসানসোলে অনুষ্ঠিত হতে চলেছে "আসানসোল সাংস্কৃতিক উৎসব ২০২৫"। আজ গোধূলি নিজস্ব কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন সংস্থার প্রতিনিধি জিতেন্দ্র তিওয়ারি।
তিনি জানান, একসময় আসানসোলে চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হতো, তবে দীর্ঘদিন ধরে তা বন্ধ রয়েছে। এবার আবারও চলচ্চিত্র উৎসব চালু করা হবে। এখানে নির্বাচিত ফিচার ফিল্ম, ডকুমেন্টারি ও শর্ট ফিল্ম প্রদর্শিত হবে। আসানসোলের প্রতিভাশালী শর্ট ফিল্ম নির্মাতাদের কাজও উৎসবে স্থান পাবে।
এছাড়া, উৎসবে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন এবং অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় প্রতিভাবানদের জন্য একটি মঞ্চ তৈরি করা হবে। উৎসবটি রवीন্দ্র ভবনে করার পরিকল্পনা চলছে। যদিও এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে বিকল্প স্থানেও উৎসবের আয়োজন নিশ্চিত করা হবে।
জিতেন্দ্র তিওয়ারি জানান, অনুষ্ঠানে আসানসোলের সাংসদ ও বিশিষ্ট অভিনেতা শত্রুঘ্ন সিনহা এবং সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয় সহ বিভিন্ন বিশিষ্ট শিল্পীদের আমন্ত্রণ জানানো হবে। রাজনৈতিক পার্থক্য না দেখে শিল্পীদের তাদের শিল্পীসত্তার জন্যই স্বাগত জানানো হবে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ