আসানসোলের চেলিডাঙাল এলাকায় আজ প্রয়াত দেবাশীষ ঘটকের ১৮তম পূণ্যতিথি উপলক্ষে তার মূর্তিতে মাল্যদান করা হয়। দেবাশীষ ঘটক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সকালে একটি প্রভাতফেরি অনুষ্ঠিত হয়, এরপর চেলিডাঙালে তার মূর্তিতে আসানসোল পৌরনিগমের চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি, ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক, ওয়াসিম উল হক, এমএমআইসি গুরদাস চ্যাটার্জি, বোড়ো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, উৎপল সিনহা, মহিলা তৃণমূল নেত্রী অসীমা চক্রবর্তী সহ বহু কাউন্সিলর, তৃণমূল নেতা ও কর্মীরা মাল্যদান করেন।
পূণ্যতিথি উপলক্ষে রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির, নর-নারায়ণ সেবা এবং সর্বধর্ম প্রার্থনা সভারও আয়োজন করা হয়।
ডেপুটি মেয়র এবং দেবাশীষ ঘটকের ভাই অভিজিৎ ঘটক জানান, ১৮ বছর আগে এই দিনে দেবাশীষ ঘটকের মৃত্যু হয়। তার স্মৃতিকে অম্লান রাখতে প্রতি বছর এই ধরনের অনুষ্ঠান করা হয়। তিনি বলেন, দেবাশীষ ঘটক একজন মানুষের সেবায় নিবেদিতপ্রাণ নেতা ছিলেন, যিনি নিজের শেষ নিঃশ্বাস পর্যন্ত সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। এই কারণেই শুধু আসানসোল নয়, জামুড়িয়া এবং দুর্গাপুর থেকেও বহু তৃণমূল নেতা ও কর্মী আজ তার প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন।
অমরনাথ চ্যাটার্জি দেবাশীষ ঘটকের রাজনৈতিক অবদানের কথা স্মরণ করে বলেন, বামফ্রন্ট সরকারের সময় যে রাজনৈতিক সংগ্রাম তারা করেছিলেন, তার নেতৃত্বে ছিলেন দেবাশীষ ঘটক। তিনি বলেন, "দেবাশীষ ঘটকের আদর্শ নতুন প্রজন্মকে জানানো খুব জরুরি, কারণ তার দেখানো পথে চললেই সমাজের জন্য তার স্বপ্ন পূরণ করা সম্ভব।"
অন্যদিকে, আরেক ডেপুটি মেয়র ওয়াসিম উল হক জানান, দেবাশীষ ঘটক একজন মহান নেতা ছিলেন, যিনি মানুষের হৃদয়ে অমর হয়ে আছেন। তিনি বলেন, "দেবাশীষ ঘটকের আত্মত্যাগ ও আদর্শের ওপর ভিত্তি করেই আজ আমাদের দল শক্তিশালী হয়েছে, এবং আমরা তার দেখানো পথে চলেই সংগঠনকে আরও মজবুত করব।"
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ