আজ আসানসোলের পোলো ময়দানের নিকটস্থ এনসিসি ময়দানে অষ্টম পশ্চিম বর্ধমান জেলা বইমেলার শুভ সূচনা হল। জন শিক্ষা প্রসার ও গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী বইমেলার উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী মালয় ঘটক। এছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা শাসক এস পন্নবালম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউড়ি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের আগে স্কুল পড়ুয়াদের একটি র্যালি বের হয়, যার উদ্দেশ্য ছিল সমাজে বই পড়ার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়ানো। মেলা প্রাঙ্গণে বিশেষ অতিথিদের সম্মানিত করার পর বইমেলার আনুষ্ঠানিক সূচনা হয়।
উদ্বোধনী ভাষণে সিদ্দিকুল্লা চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে গ্রন্থাগার ব্যবস্থার ব্যাপক উন্নতি হয়েছে। তিনি জানান, বই পড়ার ক্ষেত্রে বাজেট ৮ থেকে ১০ গুণ বৃদ্ধি পেয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, রাজ্যে ২ কোটি ৮০ লক্ষ বই রয়েছে, যা দেশের অন্য কোনো রাজ্যে নেই। তিনি আরও বলেন, মানুষকে গ্রন্থাগারে আনতে এবং বই পড়ায় উৎসাহিত করতে এই ধরনের মেলার আয়োজন করা হচ্ছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ