নতুন বছর ২০২৫-কে বরণ করতে শিল্পাঞ্চলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে। শহরের প্রতিটি কোণে সজ্জিত আলোকসজ্জা, ব্যস্ত রাস্তা, এবং উচ্ছ্বসিত মানুষের ভিড় চোখে পড়ার মতো। শিল্পাঞ্চলের ক্লাবগুলো আয়োজন করেছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে নাচ, গান, ও নাটকের মাধ্যমে নতুন বছরের আগমনী বার্তা তুলে ধরা হয়েছে।
রাত ১২টা বাজতেই আতশবাজির ঝলকানিতে আলোয় ভরে যায় আকাশ। চারদিকে উৎসবের ধ্বনি আর আনন্দের আবহে নতুন বছরের আগমনকে স্মরণীয় করে রাখার চেষ্টা চালিয়েছে শিল্পাঞ্চলের মানুষ। ছোট-বড় সবাই মিলে এই উৎসবে সামিল হয়ে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে।
নতুন বছর যেন সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনে, এই প্রত্যাশায় ২০২৫-কে বরণ করে নিয়েছে শিল্পাঞ্চলবাসী।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ