অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে আসানসোলে বিজেপি মহিলা মোর্চার বিক্ষোভ





আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পালের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্যের প্রতিবাদে শুক্রবার বিজেপি মহিলা মোর্চার পক্ষ থেকে চিত্রা মোড়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি মহিলা মোর্চার নেত্রী টিনা দে, সঙ্গীতা নোনিয়া, নুপুর জি, যুব মোর্চার জেলা সভাপতি অভিজিৎ রায়, প্রশান্ত চক্রবর্তী, বাচ্চু ভাণ্ডারী, পঙ্কজ দাস,অভিরাজ শর্মা, বাবন মণ্ডল, অমিত গোরাই, অমর বাউরি, বিকি যাদব, সোমনাথ মণ্ডল প্রমুখ।



মহিলা মোর্চার সদস্যরা চিত্রা মোড়ে ভি শিবদাসনুর ছবি পুড়িয়ে এবং টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান। প্রতিবাদকারীরা রাস্তার উপর বসে বিক্ষোভ শুরু করলে যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে বিজেপি কর্মীদের নিয়ন্ত্রণ করে এবং যানজট সরিয়ে দেয়।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ