বুধবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুরের ময়নার শ্রীকন্ঠা বাজারে ঘটে গেল চাঞ্চল্যকর এক ঘটনা। স্থানীয় শ্রীকন্ঠা গ্রামের বাসিন্দা মন্টু দাস পান খেতে গিয়েছিলেন একটি পান দোকানে। অভিযোগ, দোকানদার গৌর হাটই তার কাছে ২০০ টাকা পাওনা দাবি করেন। টাকা মেটানো নিয়ে মন্টু ও গৌরের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়, যা দ্রুত উত্তপ্ত ঝগড়ায় রূপ নেয়।
হঠাৎ উত্তেজিত হয়ে পান দোকানদার মন্টুর গলায় ছুরি চালিয়ে দেন এবং ঘটনাস্থল থেকে পালিয়ে যান। রক্তাক্ত অবস্থায় মন্টুকে প্রথমে ময়না হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাকে আশঙ্কাজনক অবস্থায় তমলুক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
এই ঘটনার পর আহত মন্টুর পরিবার থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ অভিযুক্ত গৌর হাটই-কে রাতেই গ্রেফতার করে এবং বৃহস্পতিবার সকালে তমলুক আদালতে পেশ করে। আদালত অভিযুক্তকে জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে।
বর্তমানে মন্টু দাস তমলুক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন, এবং তার অবস্থা এখনও আশঙ্কাজনক।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ