বুনো হাতির হানায় বনকর্মীর মর্মান্তিক মৃত্যু, চা বাগানে আতঙ্ক



আলিপুরদুয়ার: চা বাগানে ত্রাস সৃষ্টি করেছে বুনো হাতির দল। বৃহস্পতিবার সকাল থেকে আলিপুরদুয়ার জেলার কালচিনি চা বাগানে একদল বুনো হাতি দাপিয়ে বেড়াচ্ছে। পরিস্থিতি সামাল দিতে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে, বুনো হাতির আক্রমণে মৃত্যু হয় মদন দেওয়ান নামে এক সাহসী বনকর্মীর।



বনদফতরের আধিকারিকরা ও বিভিন্ন রেঞ্জের কর্মীরা চেষ্টা করেও বুনো হাতির দলকে জঙ্গলমুখী করতে ব্যর্থ হন। চা বাগানে এখনো আতঙ্ক বিরাজ করছে। বনকর্মীদের একটি দল এলাকায় তৎপর রয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ