নদিয়ার শান্তিপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি কাঠের দোকান সম্পূর্ণ পুড়ে ছারখার হয়ে যায়। আগুনে ক্ষতিগ্রস্ত হয় লক্ষ লক্ষ টাকার কাঠের আসবাবপত্র। ঘটনাটি ঘটে শান্তিপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকায়। আগুনের তীব্রতা দ্রুত ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়।
আগুন নিয়ন্ত্রণে আনতে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ প্রচেষ্টায় পরিস্থিতি সামাল দেয়। স্থানীয় বাসিন্দারাও জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা চালান। তবে ততক্ষণে দোকানের অধিকাংশ আসবাবপত্র ধ্বংস হয়ে যায়।
পাশেই অবস্থিত শান্তিপুর পাওয়ার হাউস অল্পের জন্য বড়সড় ক্ষতির হাত থেকে রক্ষা পায়। দমকল বাহিনীর পাশাপাশি শান্তিপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে সহযোগিতা করে।
দমকল দপ্তরের প্রাথমিক তদন্তে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। তবে স্থানীয় পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ