বাঁকুড়ায় পর্যটকবাহী বাস উল্টে দুর্ঘটনা: আহত ১৫, গুরুতর ৩

 



শনিবার সকালে বাঁকুড়ার ইন্দপুরের বাগডিহা এলাকায় ভয়াবহ দুর্ঘটনায় উল্টে যায় কলকাতা থেকে মুকুটমনিপুরগামী একটি পর্যটকবাহী বাস। বাসটিতে ৬৫ জন পর্যটক ছিলেন, যাঁরা সকলেই কলকাতার রুবি এলাকার বাসিন্দা ও রিকশা চালক ইউনিয়নের সদস্য।





স্থানীয় সূত্রে জানা যায়, বাঁকুড়া-খাতড়া রাজ্য সড়ক ধরে যাওয়ার পথে একটি বোলেরো পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ এড়াতে গিয়েই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। দুর্ঘটনায় কমবেশি ১৫ জন আহত হন।


খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইন্দপুর থানার পুলিশ। স্থানীয়দের সাহায্যে আহতদের দ্রুত উদ্ধার করে ইন্দপুর ব্লক হাসপাতালে পাঠানো হয়। এদের মধ্যে গুরুতর আহত তিন জনকে বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।


পুলিশ দুর্ঘটনার কারণ নিয়ে তদন্ত শুরু করেছে। স্থানীয়দের তৎপরতায় পরিস্থিতি দ্রুত সামাল দেওয়া সম্ভব হয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ