আসানসোলের ১৭ নম্বর ওয়ার্ডে জমি দখল নিয়ে সংঘর্ষ, একাধিক ব্যক্তি আহত

 



আসানসোল নগর নিগমের ১৭ নম্বর ওয়ার্ডে জমি দখল নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ উঠেছে যে ওয়ার্ডের কাউন্সিলর ললন মেহরা দখলদারদের সমর্থন করে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছেন। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন।



স্থানীয় বাসিন্দা বুদ্ধু যাদব জানান, নন্দ বিহারী যাদব ও তার সহযোগীরা সরকারি জমি দখলের চেষ্টা করছিলেন। যখন স্থানীয়রা এর প্রতিবাদ করেন, তখন তাদের উপর আক্রমণ চালানো হয়। তিনি আরও অভিযোগ করেন যে কাউন্সিলর ললন মেহরা নন্দ বিহারী যাদবের পক্ষে দাঁড়িয়ে স্থানীয়দের উপর হামলা করেন।


তবে, ললন মেহরা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন। তিনি বলেন, ওই জমিটি সেল কর্পোরেশনের সম্পত্তি এবং আমরোজ ও তার সঙ্গীরা সেটি দখল করার চেষ্টা করেছিলেন। তিনি এর বিরোধিতা করায় তাদের দ্বারা আক্রান্ত হন। আত্মরক্ষার্থে তিনি লাঠি তুলেছিলেন। ললন মেহরা জানান, তিনি কখনোই সরকারি জমি দখল করতে দেবেন না এবং চান সেখানে একটি স্বাস্থ্যকেন্দ্র গড়ে উঠুক।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ