গত ১৪ জানুয়ারি ২০২৫ তারিখে পাপাই বক্সী, পিতা পূর্ণ চন্দ্র বক্সী, ঠিকানা রাধানগর রোড, গৌরাঙ্গ সেন সরণী, ছিন্নমস্তা মন্দির, হিরাপুর থানা, জেলা পশ্চিম বর্ধমান, হিরাপুর থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানান, গত ১০ জানুয়ারি ২০২৫ তারিখে তার হিরো সুপার স্প্লেন্ডার মোটরসাইকেল (রেজিস্ট্রেশন নম্বর WB38AW-6980) তার বাড়ির সামনে থেকে চুরি হয়ে যায়।
এই বিষয়ে হিরাপুর থানায় একটি মামলা রুজু হয় এবং তদন্ত শুরু করা হয়। থানার বড়বাবু সাব ইন্সপেক্টর তন্ময় রায়ের নেতৃত্বে পিসি পার্টি ও অন্যান্য অফিসাররা দ্রুত পদক্ষেপ নেন। তাদের তৎপরতার ফলস্বরূপ, মাত্র ৭২ ঘণ্টার মধ্যেই চুরি হয়ে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশের এই দ্রুত পদক্ষেপ ও দক্ষ তদন্ত প্রক্রিয়া এলাকাবাসীর মধ্যে প্রশংসা অর্জন করেছে। চুরির ঘটনার সমাধানে পুলিশের এমন তৎপরতা নিঃসন্দেহে আইনশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে এক উদাহরণ হয়ে থাকবে।
0 মন্তব্যসমূহ
ধন্যবাদ